Story No-1
ভোরের প্রথম পাখিটার ডাকেই ঘুম ভেঙে গেল শুভ্রবাবুর। এখন আর ঘুমটা অত গভীর হয়না। হবেই বা কি করে , দিন দিন বয়সটা বাড়ছে বই তো কমছে না , দেখতে দেখতে প্রায় তিন কুড়ি হতে চললো। মুখের বলিরেখা গুলো ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে আরও। তবে সেইজন্য তার আফশোস হয়না , বরং বেশ ভালই লাগে। মুখের ওপর সেই অবিন্যস্ত আঁকিবুকি গুলো তার কাছে যেন জীবনের অভিজ্ঞতার পরিচয় বহন করে চলেছে প্রতিনিয়ত। চোখ মুখ ধুয়েই তার চোখ চলে গেল ক্যালেন্ডারের দিকে। আজ রোববার। তারমানে ছেলে , বৌমা , নাতনি সবাই আজ বাড়িতে। ছুটির এই দিনটা বেশ ভালো লাগে ওনার। সবার সঙ্গে সময় কাটানো বলতে এই একটাই তো দিন। বয়স বাড়ার সাথে সাথে সবার সান্নিধ্য পাওয়ার আকাঙ্খাটাও যে একটু একটু করে তীব্র হয়ে উঠছে সেটা বেশ বুঝতে পারেন। কিন্তু তারিখের দিকে নজর পড়তেই মনটা কেমন যেন দমে যায় তার। পুরনো মন খারাপ গুলো আস্তে আস্তে ভিড় জমাতে লাগে মনে। ক্যালেন্ডারে তখনও লাল কালিতে জ্বলজ্বল করেছে আজকের তারিখ - ১৪ই ফেব্রুয...